কয়া ইউনিয়নে নৌকা প্রতীক প্রত্যাশী আরজু
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০, ১২:২২ পিএম

কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার ১নং কয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কুমারখালি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল হোসেন আরজু। তিনি কয়া ইউনিয়নের ৩ নং গট্টিয়া গ্রামের সৎ, নির্ভীক ও নিষ্ঠাবান মোঃ ইব্রাহিম আলীর সুযোগ্য সন্তান।
কয়া ইউনিয়নে নৌকা প্রতীক প্রত্যাশী আরজু

কয়া ইউনিয়নে নৌকা প্রতীক প্রত্যাশী আরজু

বিগত নির্বাচনগুলোতেও নৌকা প্রতীকের উপর সম্মান জানিয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য দিনরাত পরিশ্রম করেছেন। তাই এখন কয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় উঠে এসেছেন তিনি।

কয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে উন্নয়ন করার চেষ্টা করেছেন বলে উল্লেখ করে আরজু বলেন, আমি কয়া ইউনিয়নে মাদক নিয়ন্ত্রণে কাজ করেছি এবং মাদক নিয়ন্ত্রণের কাজ অব্যাহত রেখেছি। এছাড়াও তিনি দারিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ এবং আর্থিক সাহায্য করেছেন বলে উল্লেখ করেন।
স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন কর্মী বলেন, মোঃ রাসেল হোসেন আরজু উচ্চশিক্ষিত একজন রাজনীতিবিদ। তাকে মনোনয়ন দিলে এলাকাবাসী খুশি হবেন ।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, মোঃ রাসেল হোসেন আরজু একজন সৎ মানুষ। তার জন্য আমরা কাজ করব। তিনি নির্বাচিত হলে খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে থাকবেন।  এছাড়াও  এলাকার আরও উন্নয়ন হবে বলে আমরা মনে করি।

উল্লেখ্য, আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন এই প্রত্যাশায় তিনি ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।


ডেল্টা টাইমস্/ মো: সুজন আলী/এম আর/এস এ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com