অভয়নগরে প্রাইভেটকারে বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
যশোরের অভয়নগরে মোটরসাইকেলে ধাক্কা দেয়া প্রাইভেটকার থেকে ৪৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার নওয়াপাড়া বাজারের স্বাধীনতা চত্বরের মোটরসাইকেল স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। অভয়নগরে প্রাইভেটকারে বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৯টার দিকে নূরবাগ স্বাধীনতা চত্বরে দাঁড়িয়ে থাকা কয়েকটি মোটরসাইকেলে ধাক্কা দেয় খুলনাগামী বেপরোয়া গতির একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-২৯০৬)। এ সময় স্থানীয় জনতা প্রাইভেটকারটিকে ধাওয়া করলে দুর্ঘটনাস্থলের কিছু দূরে গিয়ে বাইপাস সড়কে প্রাইভেটকার ফেলে চালক পালিয়ে যান। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |