ফটিকছড়িতে রিভলবার-গুলিসহ চার যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০, ৮:০১ পিএম

গোপন সংবাদের মাধ্যমে ফটিকছড়িতে একটি রিভলবার ও ৩তিন রাউন্ড গুলি সহ চার যুবককে আটক করেছে র‌্যাব-৭। পতেঙ্গা, পুলিশ পরিদর্শক (শহর ও যান) ডিএডি মোঃ শহিদুল আলম ও তার সঙ্গীয় অফিসার ফোর্স। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ভোর ৫:২০টায় বিবিরহাট খাগড়াছড়ি রোডস্থ ১নং রাস্তার মাথা সানমুন কনভেনশন হলের সামনে থেকে তাদের আটক করা হয়।
ফটিকছড়িতে রিভলবার-গুলিসহ চার যুবক গ্রেপ্তার

ফটিকছড়িতে রিভলবার-গুলিসহ চার যুবক গ্রেপ্তার

আটককৃতরা হলেন, ধুরুং, বিবিরহাট মোঃ জেবল হোসেনের ছেলে মোঃ মোহসিনুল করিম ইরফান (২০)। বড় ছিলোনিয়া, হরিণাদিঘী মোঃ নুরুল ইসলামের ছেলে আব্দুর রহিম জিহান (২৩)। দৌলতপুর, বিবিরহাট মোঃ জসিমউদ্দীনের ছেলে মোঃ শাওন। আমানবাজার, বিবিরহাট মোঃ আব্দুর রহিমের ছেলে মোঃ মঈনুল হাসান হারেজ (১৮)।

সূত্র জানায়, র‌্যাব-৭ এর দায়িত্বপূর্ণ ফটিকছড়ি থানা এলাকায় টহল ডিউটি করাকালে ভোর ৫টায় তারা গোপন সংবাদের মাধ্যমে তারা উল্লেখিত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ৪ জন যুবক মোটরসাইকেল যোগে পালানোর চেষ্টাকালে র‌্যাবের সদস্যরা তাদের ধরতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে। আটককৃত যুবকদের পালানোর কারণ জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিকালে ১নং আসামি মোহসিনুল করিম ইরফান (২০) এর পরিহিত প্যান্টের সামনে ডান পাশের কোমরে গজানো অবস্থায় ০৩ (তিন) রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবার এবং ২নং আসামি আব্দুর রহিম জিহান (২৩) এর পরিহিত প্যান্টের সামনের ডান পকেটের ভিতর হতে তিন রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব। তাদের সাথে থাকা দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-৭, পতেঙ্গা, পুলিশ পরিদর্শক (শহর ও যান) ডিএডি মোঃ শহিদুল আলম বলেন, উদ্ধারকৃত অস্ত্রগুলি দ্বারা ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ একে অপরের সহায়তায় চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, দেহ ব্যবসাসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। গোপম সংবাদের ভিত্তিতে আমরা তাদের আটক করতে সক্ষম হয়েছি।
আটককৃত যুবকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানায় তাদের প্রেরণ করা হয়েছে।



ডেল্টা টাইমস্/মোহাম্মদ জিপন উদ্দিন/এম আর/এস এ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com