বাইডেনকে অভিনন্দন জানিয়েছে চীন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাওয়া ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) প্রায় এক সপ্তাহ পর জো বাইডেনকে অভিনন্দন জানায় চীন। বেইজিং-এ পররাষ্ট্রমন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নীরবতা ভেঙে এ অভিনন্দন বার্তা দিয়েছে চীন। বাইডেনকে অভিনন্দন জানিয়েছে চীন মার্কিন গণমাধ্যম অনুসারে, প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের প্রাপ্ত ইলেকটোরাল ভোটের সংখ্যা ২৯০ আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২১৪। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানান ‘আমরা আমেরিকান জনগণের পছন্দকে সম্মান করি। আমরা বাইডেন এবং কমলা হ্যারিসকে অভিনন্দন জানাই।’ উল্লেখ্য, রাশিয়া, মেক্সিকো এবং ব্রাজিল এখনও জো বাইডেনকে অভিনন্দন জানায়নি। রাশিয়া বলছে, আগামী সপ্তাহ পর্যন্ত তারা অপেক্ষা করবেন। তারা আশা করছে মার্কিন নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ডেল্টা টাইমস্/এম আর |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |