কাবুলে বোমা বিস্ফোরণে ডেপুটি গভর্নর নিহত
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কাবুলের ডেপুটি গভর্নর এবং তার সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ডেপুটি গভর্নর মোহিবুল্লাহ মোহাম্মদি তার নিরাপত্তারক্ষীর সঙ্গে গাড়িতে করে যাচ্ছিলেন। সে সময়ই গাড়িতে বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে, তার গাড়িতে বোমা যুক্ত করে রাখা হয়েছিল। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নয়। কাবুলে বোমা বিস্ফোরণে ডেপুটি গভর্নর নিহত আফগানিস্তানের টোলো নিউজ এক টুইট বার্তায় জানিয়েছে, গাড়িতে যুক্ত করে রাখা আইইডি বিস্ফোরণে কাবুলের ডেপুটি গভর্নর মোহিবুল্লাহ মোহাম্মদি এবং তার সহযোগী নিহত হয়েছে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। হামলায় মোহিবুল্লাহর আরও দুই নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। উল্লেখ্য, আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়ে গেছে। গত সপ্তাহেও এক আফগান কর্মকর্তা নিহত হয়েছেন। ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |