শেরপুরে এবি ব্যাংক আউটলেট শাখা উদ্বোধন
শেরপুর প্রতিনিধি :
|
শেরপুর জেলা শহরে এবি ব্যাংক এর আউটলেট শাখা উদ্বোধন ও মতবিরিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে শহরের নয়আনী বাজার মহল্লায় এ শাখা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। ![]() শেরপুরে এবি ব্যাংক আউটলেট শাখা উদ্বোধন ঢাকা প্রধান কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার ফিরুজ চৌধুরীর সঞ্চালনায় শেরপুর শাখার কর্মকর্তা একে এম মজিরুল হক এর সভাপতিত্ব এ উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, তরুন শিল্পপতি সাদুজ্জামান সাদী, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমূখ। এসময় স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাধারণ ব্যবসায়ীবৃন্দ এবং ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। ডেল্টা টাইমস্/রফিক মজিদ/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |