জাতীয় কারাতে প্রতিযোগিতায় জবি শিক্ষার্থীর স্বর্ণপদক লাভ
জবি প্রতিনিধি:
|
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ জর্জিস আনোয়ার নাইম বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী ২৬ তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় (৬৭ কেজি ওজন শ্রেণীতে) স্বর্ণপদক অর্জন করেছেন। ![]() জাতীয় কারাতে প্রতিযোগিতায় জবি শিক্ষার্থীর স্বর্ণপদক লাভ সোমবার (২১ ডিসেম্বর) এই উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ স্বর্ণপদক জয়ী শিক্ষার্থী নাইমকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। এসময় প্রক্টর ড. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গত (১০-১২) ডিসেম্বর ৩ দিন ব্যাপি কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডেল্টা টাইমস্/তোফায়েল পাঠান শান্ত/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |