বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সমাবেশ
কুষ্টিয়া প্রতিনিধি:
|
কুষ্টিয়ার কুমারখালীতে অগ্নিযুগের মহানায়ক বিপ্লবী নেতা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২১ ডিসেম্বর) সকালে কুমারখারী উপজেলার কয়া মহাবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ কুমারাখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সমাবেশ কুমারখালী নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. সামছুজ্জামান অরুন, বীর মুক্তিযোদ্ধা আবু আহসান বরুন, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর মজনু , কয়া মহাবিদ্যালয়ের সভাপতি এ্যাড. নিজামুল হক চুন্নু, শিলাইদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন খান তারেক, কুমারখালী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুন, কুমারখালী থানা অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি হারুন-অর-রশিদ হারুন প্রমুখ। ডেল্টা টাইমস্/ইউসুফ মাহমুদ/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |