ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
|
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সড়ক দুর্ঘটনায় মো:ইলিয়াছ চৌধুরী(৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার(২১ডিসেম্বর)দুপুরে উপজেলার পৌরশহরের নারায়ন পুর বাইপাস এলাকায় মোটরসাইকেল ও অটোরিক্সা সংর্ঘষে সে নিহত হয়।নিহত মো:ইলিয়াছ চৌধুরী উপজেলার দক্ষিণ ইউনিয়নের মৃত:বশির চৌধুরীর ছেলে ও বিএনপি নেতা শাহজাহান চৌধুরীর ছোট ভাই। ![]() ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান,নিহত মো:ইলিয়াছ চৌধুরীর মোটরসাইকেলটি নারায়ন বাইপাস এলাকার একটি তেলের দোকান থেকে তেল নিয়ে রওয়ানা হলে পশ্চিম দিক থেকে আসা একটি অটোরিক্সা ধাক্কা দেয় পরে মাথায় আঘাত পেয়ে ইলিয়াছ মাটিতে লুটিয়ে পড়ে।সে মোটরসাইকেলের পিছনের অংশে বসা ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দীন জানান,মোটরসাইকেল দূর্ঘটনার পর মো:ইলিয়াছ চৌধুরীকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ডেল্টা টাইমস্/মো:সাইফুল ইসলাম/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |