কুয়েতে সকল বাণিজ্যিক ফ্লাইট বন্ধ ঘোষণা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
বহির্বিশ্বে করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত সতর্কতা হিসেবে ২১ ডিসেম্বর রাত ১১টা থেকে ১ লা জানুয়ারি পর্যন্ত সকল বাণিজ্যিক ফ্লাইট, স্থল পথ ও সমুদ্র পথে আগমন ও বহির্গমন বন্ধ ঘোষণা করেছে।সোমবার (২১ ডিসেম্বর) কুয়েতে সিভিল এভিয়েশনের এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম আল কাবাস ও আল রাইসহ একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশ করেছে। কুয়েতে সকল বাণিজ্যিক ফ্লাইট বন্ধ ঘোষণা বর্তমানে কুয়েতে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। ধীরে ধীরে পূর্বের অবস্থায় ফিরে আসছে। ২১ ডিসেম্বর করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ২৩০ জন। আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছে ২১৬ জন। মৃত্যু হয়েছে ১ জনের। এছাড়া আইসিইউতে রয়েছে ৫৫ জন। চিকিৎসা চলছে ৩১৪৫ জনের। সর্বমোট সুস্থ হয়েছে ১,৪৪১৪২ জন। মোট মৃত্যু হয়েছে ৯২২ জনের। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |