যুদ্ধপরাধ মামলার অন্যতম সাক্ষী আনছার আলী আর নেই
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
|
বগুড়ার আদমদীঘিতে মানবতাবিরোধী ও যুদ্ধপরাধ মামলার অন্যতম সাক্ষী আনছার আলী প্রমানিক (৬৫) মারা গেছেন (ইন্নলিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি উপজেলার কলসা বাজার এলাকার শহীদ বাদেশ মুন্সি প্রামানিকের ছেলে। মঙ্গলবার ( ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই দিন বাদ যোহর সান্তাহার বাজার ঈদগাহ মাঠে জানাজা শেষে খাড়িরব্রিজ কবরস্থানে দাফন করা হয়েছে। ![]() যুদ্ধপরাধ মামলার অন্যতম সাক্ষী আনছার আলী আর নেই আনছারের ছোট ভাই হেলাল প্রামানিক জানান, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সাবেক এমপি আব্দুল মোমিন তালুকদার খোকার বিরুদ্ধে দায়েরকৃত যুদ্ধাপরাধ মামলার অন্যতম সাক্ষী ছিলেন তার বড় ভাই আনছার আলী। মৃত্যুকালে স্ত্রী ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী,ছানা, রশিদুল ইসলাম, রফিকুল ইসলাম আকন্দ, জাহিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, দুপচাঁচিয়ার সাংবাদিক এম সরওয়ার খান প্রমুখ। ডেল্টা টাইমস্/আবু সাঈদ সাগর/সিআর/জেডএইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |