ফুলবাড়িতে ফের ট্রেন লাইনচ্যুত, ৬ জেলার সাথে ট্রেন চলাচল বন্ধ
ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি:
|
দিনাজপুরের ফুলবাড়িতে ফের একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকাল চারটার দিকে পার্বতীপুরগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইচ্যুত হয়েছে। এতে করে উত্তরের ৬টি জেলার সাথে ঢাকা, রাজশাহী, খুলনার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এর আগে একইস্থানে সোমবার দিবাগত রাত একটার দিকে মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় ১ জন গেট কিপার নিহত হয়েছে। ওই ঘটনায় রেলের সহকারী পরিবহন কর্মকর্তা আব্দুর সোবহানের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। ![]() ফুলবাড়িতে ফের ট্রেন লাইনচ্যুত, ৬ জেলার সাথে ট্রেন চলাচল বন্ধ ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশন রফিক চৌধুরী জানান, রুপসা এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। ফুলবাড়ী ষ্টেশন ক্রস করে পূর্বের দুর্ঘটনার স্থানে এক নং লাইনের কাছে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় । দুর্ঘটনা কবলিত ট্রেনের বগিটি উদ্ধার কার্যক্রম চলছে। আপাতত ট্রেন চলাচল এবং ফুলবাড়ি-রংপুর রোডের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তিনি। ডেল্টা টাইমস্/মো. আনোয়ার সাদাত/সিআর/জেডএইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |