এবার ইতালিতেও নতুন ধরনের করোনা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
করোনাভাইরাসে নাকাল হওয়া ইতালিতেও নতুন ধরনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) দেশটির আনকোনার কেন্দ্রীয় শহরে নতুন ধরনের করোনায় আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি শনাক্ত হয়। এবার ইতালিতেও নতুন ধরনের করোনা ইতালিতে নতুন ধরনের করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তিকে তার নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। কিছুদিন ধরে তার মধ্যে প্রচণ্ড ঠাণ্ডা লাগার লক্ষণ দেখা দেয়। এরপর তার থেকে ‘মলিকুলার সোয়াব টেস্ট’ এর জন্য নমুনা সংগ্রহ করা হয়। সেটা নিয়ে রিইউনিটি হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হয় এবং এটি নতুন ধরনের করোনাভাইরাস বলে নিশ্চিত করা হয়।প্রায় শতাধিক স্থানে নতুন ধরনের এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গেছে। উল্লেখ্য, যুক্তরাজ্য জানিয়েছে নতুন ধরনের এই ভাইরাস অত্যন্ত সংক্রামক। যেটি খুব দ্রুত ছড়িয়ে পড়ছে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে। ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |