|
নতুন করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে কানাডার সতর্কতা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
|
নতুন ধরনের করোনাভাইরাস আরও দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। নতুন এই ভাইরাসের সংক্রমণ যেন দ্রুত ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য কানাডা বেশ সতর্ক রয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দেশটির প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা. থেরেসা ট্যাম। নতুন করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে কানাডার সতর্কতা তিনি বলেন, যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন যে ধরন নিয়ে বিশ্বব্যাপী আলোচনা চলছে, কানাডায় এখনও তার সন্ধান পাওয়া যায়নি। তিনি আরও বলেন, আমরা কিছু ব্যবস্থা গ্রহণ করেছি, যা এ দেশে আসার সম্ভাবনা কমাতে সহায়তা করছে। উল্লেখ্য, ব্রিটেনের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে একটি নতুন ধরনের এবং অধিক সংক্রামক করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এর পর পৃথিবীর বিভিন্ন দেশ যুক্তরাজ্যের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। জার্মানি, ইতালি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, তুরস্ক, কানাডাসহ বিশ্বের অন্তত ৪০ দেশ এ পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |