আক্কেলপুরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:
|
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুরে দিনব্যাপী ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আক্কেলপুরে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প আক্কেলপুর উপজেলা প্রণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ তরিকুল ইসলামের উপস্থাপনায় এবং উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ ওয়ালি-উল-ইসলাম, রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান কবির এপ্লোব, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা তহুরা ইয়াসমিন, খামারি সঞ্জীব ঘোষ বক্তব্য রাখেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং এলডিডিপি প্রকল্প, ডিএলএস এর সহযোগিতায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় দুই শতাধিক গবাদি পশুকে বিভিন্ন রোগের টিকা প্রদান এবং অর্ধ শতাধিক খামারির মাঝে কৃষির ঔষধ বিতরণ করা হয়। ডেল্টা টাইমস্/মেজবা উদ্দিন/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |