ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০, ৬:৪৩ পিএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এজেন্ট ব্যাংকিং  উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার চর ভূরুঙ্গামারী বাজারে উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই এজেন্ট ব্যাংকের উদ্বোধন করেন।  এজেন্ট ব্যাংকিং আউটলেটটি ভূরুঙ্গামারী শাখার অধীনে ও  মেসার্স জুনাইদ  এন্টারপ্রাইজের এর তত্বাবধানে পরিচালিত হবে।

ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং  উদ্বোধন

ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

এসময় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর ভূরুঙ্গামারী শাখার ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট একেএম মাজাহারুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মুকুল চৌধুরী ও ইসলামি ব্যাংক বঙ্গ সোনাহাট স্থলবন্দর উপশাখার ইনচার্জ প্রিন্সিপাল অফিসার রকিবুল হাসান।  ইসলামি ব্যাংকের সহকারি কর্মকর্তা মাহফুজুর রহমান, এজেন্ট মেসার্স জুনাইদ  এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো: রিপন সহ  অনুষ্ঠানে স্থানীয় পেশাজীবী, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানের সভাপতি ও  শাখা প্রধান একেএম মাজাহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক একটি কল্যাণমুখী ব্যাংক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের কাছে ইসলামী ব্যাংকিং সেবা পৌঁছে দেয়াই এ ব্যাংকের কাজ। তাই জনগণের সেবার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ এর এই এজেন্ট ব্যাংকের শাখা উদ্বোধন করা হলো । তিনি বলেন, মানুষকে সুদের অভিশাপ থেকে মুক্ত করার জন্য ইসলামী ব্যাংক কাজ করছে। তিনি ইসলামী ব্যাংকের সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।




ডেল্টা টাইমস্/মোঃ মনিরুজ্জামান/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com