সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় ৬ ইরানসমর্থিত যোদ্ধা নিহত
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
সিরিয়ায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন ইরান-সমর্থিত যোদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার(২৫ ডিসেম্বর) সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে। সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলায় ৬ ইরানসমর্থিত যোদ্ধা নিহত অবজারভেটরির প্রধান রামি আবদুল রহমান বলেন, সরকারি গবেষণা কেন্দ্র লক্ষ্য বানিয়ে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ওই গবেষণা কেন্দ্রে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা হচ্ছিল। এতে ইরানি বিশেষজ্ঞরা কাজ করছেন বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে মাসাফের ওই গবেষণা কেন্দ্রে বেশ কয়েকবার ইসরাইলি হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের তথ্যানুসারে, ওই গবেষণা কেন্দ্রে সাইরেন গ্যাস তৈরি করা হচ্ছে। সিরীয় কর্তৃপক্ষ যা অস্বীকার করে আসছে। ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |