মাগুরায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
মাগুরা প্রতিনিধি
|
মাগুরায় স্ত্রীকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় স্বামী জিয়ারুল মুন্সিকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ ডিসেম্বর) রাতে মোহম্মদপুর থানা পুলিশ তাকে আটক করে। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত কাঠের বাটাম আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ। শুক্রবার রাতে যৌতুকের দাবিতে স্বামীর লাঠির আঘাতে মনিরা খাতুন (১৮) নামে এক নারী হত্যার ঘটনায় মোহম্মদপুর থানায় স্বামীসহ ৫ জনকে আসামি করে মামলা করে নিহত গৃহবধুর বাবা আরিফ মোল্যা । মামলা এজাহারে আরিফ মোল্যা জানান, ৪মাস আগে উপজেলার বাবুখালী ইউনিয়নের রায়পুর গ্রামের হারুন মুন্সির ছেলে জিয়ারুল মুন্সির সাথে তার মেয়ের বিবাহ হয়। বিয়ের সময় জিয়ারুল মুন্সিকে ব্যবসার জন্য দুই লাখ টাকা, সাংসারিক মালামাল ও আসবাবপত্র দেই। এরপর থেকে জিয়ারুল মুন্সি ও তার পরিবার যৌতুকের জন্য আমার মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। এর একপর্যায়ে জিয়ারুল মুন্সি আরও ১লাখ টাকা যৌতুক চায় এবং আমার মেয়েকে মারপিট করে তার বাবা মার সহায়তায় বাড়িতে রেখে যায়। পরবর্তীতে বিভিন্ন শর্তে মেয়েকে নিয়ে যায়। কিছু দিন পর ২৫ ডিসেম্বর জানতে পারি জিয়ারুল ও তার পরিবারের লোকজন আমার মেয়েকে তাদের বসতঘরের মধ্যে আটকে রেখে মারপিট ও আঘাত করে হত্যা করেছে। মোহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই নারীর স্বামী জিয়ারুল মুন্সিকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। হত্যাকান্ডের আলামত হিসেবে কাঠের বাটাম জব্দ করা হয়েছে। ![]() মাগুরায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |