|
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন নিউজিল্যান্ডকে হারিয়ে কিউইদের মাটিতে প্রথম টি-টোয়েন্টি জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার (২৭ ডিসেম্বর) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯
উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান এসেছে
জিমি নিশামের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ২৬ রানে ৩ উইকেট শিকার করেন
শরিফুল ইসলাম। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে
পৌঁছে যায় বাংলাদেশ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে
টসে জিতে অধিনায়ক নাজমুল শান্ত আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়ার পর শরিফুল
ইসলাম-শেখ মেহেদীদের দাপুটে বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৩৪ রানের সংগ্রহ
গড়ে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে এক পর্যায়ে ব্যাকফুটে চলে গিয়েছিল
বাংলাদেশও। আর দুই দলের এই ম্যাচ শেষদিকে এসে ছড়িয়েছে টানটান উত্তেজনা আর
রোমাঞ্চ। তবে একপ্রান্তে লিটন দাসের দৃঢ়তায় ও শেখ মেহেদীর নৈপুণ্যে ৮ বল
হাতে রেখেই ৫ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। ডেল্টা টাইমস/সিআর
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |