জিয়ার সমাধিতে ফুল দিতে গিয়ে ধাওয়া খেলেন ডা. সাবরিনা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() জিয়ার সমাধিতে ফুল দিতে গিয়ে ধাওয়া খেলেন ডা. সাবরিনা শনিবার (২৭ সেপ্টেম্বর) জিয়া উদ্যানে তাকে এক রকম ধাওয়া দিয়ে এলাকা ছাড়া করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে তার বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছাত্রদল নেতাকর্মীরা অভিযোগ করেছেন, সাবরিনা আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন। আলোচিত এই হৃদরোগের চিকিৎসক কিছুদিন আগে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর পদ পান বলে জানা গেছে। সেই সংগঠনের নরসিংদী জেলা শাখার ডা. সাবরিনাসহ বেশ কয়েকজন শনিবার সকালের দিকে জিয়াউর রহমানের সমাধি এলাকায় যাওয়ার সময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতা আকরাম কয়েকজন নেতাকর্মী নিয়ে সেখানে আসেন। এ সময় ছাত্রদল নেতা আকরাম ডা. সাবরিনার পরিচয় জানতে চান। জবাবে সাবরিনা বলেন, আমি কেন্দ্রীয় কমিটির এক নম্বর সদস্য। এরপর ছাত্রদলের ওই নেতা বলেন, বিএনপি থেকে একটি প্রেস দেয়া হয়েছে। আপনার তো এখানে আসার কথা না। আপনি আওয়ামী লীগের সময় শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিয়েছেন। জবাবে সাবরিনা বলেন, শেখ হাসিনাকে নিয়ে আমি কখনো কোনো স্লোগান দিইনি। এ সময় ছাত্রদল নেতাদের কাছে স্লোগান দেওয়ার প্রমাণ চান তিনি। একপর্যায়ে আকরাম সাবরিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে এখান থেকে চলে যেতে হবে। এতে অসম্মতি জানিয়ে সাবরিনা বলেন, জিয়ার মাজার সবার। এদিকে উপস্থিত কয়েকজন নেতাকর্মী সাবরিনাকে ঘিরে ‘আওয়ামী দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’ এমন স্লোগান দিতে থাকেন। এ সময় বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তবে ছাত্রদল নেতাকর্মীরা তার সেখান থেকে চলে যাওয়ার দাবিতে অনড় থাকেন। একপর্যায়ে গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন সাবরিনা। এর আগে গত ২৫ আগস্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোয় ক্ষোভ প্রকাশ করেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘বিতর্কিত ডাক্তার সাবরিনা করোনার সার্টিফিকেট জালিয়াতি মামলায় অপরাধী। মহিলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে যাওয়ার সাহস পেল কোথা থেকে? তাকে যারা নিয়ে গেছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হোক।’ ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |