ইসির তালিকায় ‘শাপলা’ প্রতীক যুক্ত করার দাবি জানিয়ে এনসিপির চিঠি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ইসির তালিকায় ‘শাপলা’ প্রতীক যুক্ত করার দাবি জানিয়ে এনসিপির চিঠি মঙ্গলবার (৭ অক্টোবর) এ সংক্রান্ত চিঠি নির্বাচন কমিশন (ইসি) সচিবকে ইমেইলের মাধ্যমে পাঠানো হয়েছে। ইতোমধ্যে কোনো দলকে শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়ার বিষয়ে ইসি সিদ্ধান্ত নিয়েছে। নিবন্ধন পেলেও ‘শাপলা’ প্রতীক ইসির নির্বাচন পরিচালনা বিধিতে না থাকায় এনসিপিকে বরাদ্দ দেওয়া যাচ্ছে না বলে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দেয় এনসিপি। এক সপ্তাহের মধ্যে পছন্দের প্রতীক বেছে নিতে বলা হয়। এ প্রসঙ্গে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা গণমাধ্যমকে বলেন, ‘আমরা ইসির চিঠিতে যে প্রতীক দিয়েছে তা না করে দিয়েছি। আমাদের প্রতীক হবে শাপলা। এ বিষয়ে প্রতীক তালিকা সংশোধন করার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। শাপলা প্রতীক অন্তর্ভুক্ত হলে নমুনা থেকে বাছাই করা হবে।’ ইসির কাছে পাঠানো চিঠিতে শাপলার সাতটি নমুনাও তুলে ধরা হয়েছে। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |