সমাজকল্যাণ উপদেষ্টা
ধর্মীয় উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া সকল নাগরিকের অধিকার
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪১ পিএম

ধর্মীয় উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া সকল নাগরিকের অধিকার

ধর্মীয় উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া সকল নাগরিকের অধিকার

দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করবে দুই মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারী। 

রোববার (২৮ সেপ্টেম্বর) সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, দুর্গাপূজা যেন নির্বিঘ্নে উদযাপিত হয় সে জন্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সকল অধিদপ্তর ও সংস্থার প্রায় ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সার্বিক সহযোগিতা প্রদানে মাঠ পর্যায়ে নিয়োজিত থাকবেন।

এদিকে সারা দেশের হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম এ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় একাধিক প্রস্তুতিমূলক পদক্ষেপ নিয়েছে। 

উপদেষ্টা বলেন, ধর্মীয় উৎসবের আনন্দ সবাই মিলে ভাগ করে নেওয়ার অধিকার সকল নাগরিকের রয়েছে। নারী ও শিশুর নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। সামাজিক সম্প্রীতির প্রতীক দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে সকল সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার ও মর্যাদা রক্ষায় সরকার সবসময় সচেষ্ট।

সূত্র মতে, মন্ত্রণালয়ের উদ্যোগে ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রতিটি পূজামণ্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও অন্যান্য বিভাগের প্রতিনিধিদের সাথে সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখা হবে। এছাড়া দুই মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূজামণ্ডপে মনিটরিং টিমের কার্যক্রমের সাথে সমন্বয় করে ‘সহায়তা ডেস্ক’ স্থাপন করা হবে। নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে পূজাকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন চালু করা হয়েছে।

কোনো নারী বা শিশু পূজা চলাকালীন সংশ্লিষ্ট এলাকায় হয়রানির শিকার হলে, অভিযোগ গ্রহণের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। জরুরি প্রয়োজনে হটলাইন নম্বর-১০৯৮ এবং ১০৯ এর পাশাপাশি কন্ট্রোলরুমের টেলিফোন নম্বর ০১৮১৮২১১৭৬৩, ০১৯২০৯৫০১৫২, ০১৭৪৯৮১৯৪২২, ০১৭১১০৫৯৮০৭, ০১৯৫৮১৯৩২৪১ চালু থাকবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে স্বল্প আয়ের হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপসমূহে অনুদান প্রদান করা হয়েছে, যাতে তারা পূজা আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com