বিএনপিকে ভোটে জেতাতে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে: জাহিদ হোসেন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() বিএনপিকে ভোটে জেতাতে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে: জাহিদ হোসেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নবাবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ে যৌথ কর্মী সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ‘আজকে ষড়যন্ত্র শুধু পাহাড়ে হচ্ছে, সমতলে ষড়যন্ত্র হবে না—এইটা ভাবার কোনও সুযোগ নেই। ষড়্যন্ত্রকারীরা সব সময় ষড়যন্ত্র করার চেষ্টা করবে, বিশৃঙ্খলা করার চেষ্টা করবে। দেশের ভেতর থেকেও করবে দেশের বাইরে থেকেও করবে। কোনও অবস্থাতেই বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা যেন গণতন্ত্রের পথকে রুখতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি সকলে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে সেই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে আয়োজন করতে পারে সেজন্য বিএনপির সকল নেতাকর্মী একত্রিত হয়ে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে। নির্বাচন কমিশন ও প্রশাসনকে যথাযথভাবে নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট আয়োজনে সহযোগিতা করবে। যাদের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যাদের জনগণের ওপর আস্থা নেই, জনগণের ভোটে বিশ্বাস করে না তারাই ভীত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত।’ কোনও অবস্থাতেই ষড়যন্ত্রকারীদের এই দেশে সফল হতে দেওয়া যাবে না বলেও জানান তিনি। বিএনপির এই নেতা বলেন, ‘জরিপের আন্তর্জাতিক মানদণ্ড রয়েছে, সেগুলো বজায় রেখে করবেন। মানুষকে বিভ্রান্ত করার জন্য জরিপ করে কাউকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর প্রচেষ্টা গণতন্ত্রকে দুর্বল করবে। সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা তারা যেন শান্তিপূর্ণভাবে ও সুন্দরভাবে করতে পারে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে সেদিকে খেয়াল রাখতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে। প্রশাসনের পাশাপাশি নেতাকর্মীরাও থাকবে।’ সভায় নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |