সাবেক এমপি বাদল ও জাপা মহাসচিব মামুন গ্রেপ্তার
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() সাবেক এমপি বাদল ও জাপা মহাসচিব মামুন গ্রেপ্তার সাবেক এমপি বাদলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে। উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে মামুনের বাড়ি। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেছেন ডিএমপি ডিবিপ্রধান শফিকুল ইসলাম ও ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। জানা গেছে, গ্রেপ্তার হওয়া বাদলের বিরুদ্ধে ৫ আগস্টের পর দুটি মামলা ও মামুনের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলা রয়েছে। ডিএমপি সূত্র জানায়, রাজধানীতে অভিযান চালিয়ে সাবেক এমপি ফয়জুর রহমান বাদলকে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে জাপা নেতা মামুনুর রশীদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলা রয়েছে। সূত্র জানায়, এর আগে গত বছরের ৪ নভেম্বর ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। তিনি আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের একাধিক হত্যা মামলা রয়েছে। গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধেই সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |