অনির্বাণ লাইব্রেরিতে রঙতুলির আঁচড়ে ইসফারকে স্মরণ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৪:১২ পিএম আপডেট: ০৩.১০.২০২৫ ৪:৪৪ পিএম

অনির্বাণ লাইব্রেরিতে রঙতুলির আঁচড়ে ইসফারকে স্মরণ

অনির্বাণ লাইব্রেরিতে রঙতুলির আঁচড়ে ইসফারকে স্মরণ

অকালপ্রয়াত মেধাবী শিক্ষার্থী ইসফারের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) খুলনা জেলার পাইকগাছা উপজেলার মামুদকাটিতে অনির্বাণ লাইব্রেরির অধ্যাপক কালিদাস চন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে অনির্বাণ লাইব্রেরি এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন।

অনির্বাণ লাইব্রেরির সাবেক সভাপতি গণেশ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষক অধ্যাপক মো. রাকিবুল হাসান খান, যশোর এম এম কলেজের শিক্ষক অধ্যাপক বিধান ভদ্র, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, অ্যাডভোকেট প্রশান্ত মণ্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক সমীরণ দে, সাংবাদিক নেতা সাকিলা পারভীন, অনির্বাণ লাইব্রেরির সহ-সভাপতি ডা. বাসুদেব রায় ও মানিক ভদ্র, সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, সাবেক ছাত্রনেতা এস এম আফজাল হোসেন, ব্যাংক কর্মকর্তা সুমন সরকার ও প্রদীপ শীল, সাংবাদিক রিয়াদ হোসেন, স্কুল শিক্ষক বিউটি দাশ প্রমুখ।

বক্তারা বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন প্রজন্মকে সৃজনশীল ও দক্ষভাবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের বিজ্ঞান ও আধুনিক তথ্যপ্রযুক্তি শিক্ষায় পারদর্শী হওয়ার পাশাপাশি সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও মানবিক মানুষ হিসেবে বেড়ে ওঠা জরুরি। একই সঙ্গে খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা ও দেশীয় সংস্কৃতির চর্চায় গুরুত্ব আরোপ করতে হবে। সুস্থ সমাজ বিনির্মাণে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কথাও তারা উল্লেখ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত ইসফারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর স্কুল শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস)-এর চেয়ারম্যান ও অনির্বাণ লাইব্রেরির সদস্য জেসমিন প্রেমার একমাত্র সন্তান ইসফার ২০২৪ সালের ৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com