রেকর্ডে রেকর্ড: স্বর্ণের দাম ভরিতে ২ লাখ টাকা ছাড়ালো
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৮:৩৩ পিএম আপডেট: ০৬.১০.২০২৫ ৮:৫৩ পিএম

রেকর্ডে রেকর্ড: স্বর্ণের দাম ভরিতে ২ লাখ টাকা ছাড়ালো

রেকর্ডে রেকর্ড: স্বর্ণের দাম ভরিতে ২ লাখ টাকা ছাড়ালো

দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে ৩ হাজার ৮০ টাকা বৃদ্ধি পেয়েছে। 


নতুন দাম মঙ্গলবার (১১ অক্টোবর) থেকে কার্যকর হবে।

সোমবার (৬ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ৫ অক্টোবর সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় এক লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকায়। এটি ছিল দেশের বাজারে সর্বোচ্চ দাম। এবার নতুন দাম বাড়ানোর ফলে সেই রেকর্ড ভেঙে গেছে।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৫০ টাকা বৃদ্ধি পেয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭২৬ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ১০ টাকা বৃদ্ধি পেয়ে এক লাখ ৯১ হাজার ৬০৫ টাকায় নির্ধারণ করা হয়েছে।

১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৫৭৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৪ হাজার ২২৯ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে নতুন দাম হয়েছে এক লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা।

গত ৫ অক্টোবরের তুলনায়, ২২ ক্যারেটের সোনার দাম ২ হাজার ১৯২ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৭৯৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৫২৮ টাকা বেড়েছে। সোমবার পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।




ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com