রেকর্ডে রেকর্ড: স্বর্ণের দাম ভরিতে ২ লাখ টাকা ছাড়ালো
ডেল্টা টাইমস ডেস্ক:
|
রেকর্ডে রেকর্ড: স্বর্ণের দাম ভরিতে ২ লাখ টাকা ছাড়ালো নতুন দাম মঙ্গলবার (১১ অক্টোবর) থেকে কার্যকর হবে। সোমবার (৬ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৫৭৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৪ হাজার ২২৯ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৯২ টাকা বাড়িয়ে নতুন দাম হয়েছে এক লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা। গত ৫ অক্টোবরের তুলনায়, ২২ ক্যারেটের সোনার দাম ২ হাজার ১৯২ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৭৯৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৫২৮ টাকা বেড়েছে। সোমবার পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয়েছে। সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ২২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ডেল্টা টাইমস/সিআর |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |