সাবের হোসেন চৌধুরীর বাসায় নর্ডিক তিন রাষ্ট্রদূতের গোপন বৈঠক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৯:৪৪ এএম

সাবের হোসেন চৌধুরী (উপরে বাঁয়ে), নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন (উপরে ডানে), সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস (নিচে বাঁয়ে) ও ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার (নিচে ডানে)

সাবের হোসেন চৌধুরী (উপরে বাঁয়ে), নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন (উপরে ডানে), সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস (নিচে বাঁয়ে) ও ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার (নিচে ডানে)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক আবহে সাবেক পরিবেশমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের রাষ্ট্রদূতরা গোপন বৈঠক করেছেন।

সোমবার (৬ অক্টোবর) গুলশানে সাবের হোসেনের নিজ বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে সংবাদমাধ্যম নিশ্চিত করেছে এক নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক চলে দুপুর ২টা ৫৫ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত।

বৈঠকে অংশ নেন— নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার,

সূত্র জানায়, রাষ্ট্রদূতরা একই গাড়িতে ফ্ল্যাগ ছাড়া সাবের হোসেন চৌধুরীর বাসভবনে প্রবেশ করেন এবং বিকল্প রুট ব্যবহার করে বের হয়ে যান—যা কূটনৈতিক মহলে সচরাচর দেখা যায় না।

বৈঠকে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি, আসন্ন জাতীয় নির্বাচন, এবং দলের নির্বাচনী অংশগ্রহণ নিয়ে রাষ্ট্রদূতরা সাবের হোসেনের মতামত জানতে চান। আলোচনায় উঠে আসে— নিষিদ্ধ দল হিসেবে আওয়ামী লীগ কিভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারে, এবং দলটির স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের অংশগ্রহণের সুযোগ থাকলে আন্তর্জাতিক মহলের অবস্থান কী হবে। রাষ্ট্রদূতরা মনে করেন, নির্বাচনে একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বড় দলের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। সাবের হোসেন চৌধুরী গ্রেফতার হন অক্টোবর মাসে, হত্যা মামলাসহ ছয় মামলায় অভিযুক্ত হয়ে। পরে তিনি জামিনে মুক্তি পান।

এর আগেও গত ১১ মে তার বাসায় গোপনে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। তখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ও কৌশলগত ভবিষ্যৎ।

নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং উন্নয়ন সহযোগিতায় দীর্ঘদিনের অংশীদার। সাবের হোসেন নিজেও পরিবেশমন্ত্রীর দায়িত্ব পালনকালে এসব দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক কেবল একটি সৌজন্য সাক্ষাৎ নয়, বরং বাংলাদেশের আগামী রাজনীতির গতিপথ নির্ধারণে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার অংশ হতে পারে।

বৈঠক সম্পর্কে সাবের হোসেন চৌধুরীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com