দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক শীতল থাকবে: তারেক রহমান
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১০:১৩ এএম

দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক শীতল থাকবে: তারেক রহমান

দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক শীতল থাকবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভারত যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সঙ্গে সম্পর্ক শীতল থাকবে। 

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান এ কথা বলেন। সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্ব আজ প্রকাশিত হয়েছে।
 
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত সেটা মূল্যায়ন জানতে চাইলে তারেক রহমান বলেন, অবশ্যই আমি আমার পানির হিস্যা চাই, অবশ্যই দেখতে চাই না আরেক ফেলানি ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নেব না। 
অর্থাৎ বাংলাদেশের স্বার্থের প্রসঙ্গে পানির হিস্যা চাওয়া এবং সীমান্ত হত্যার বিষয়ে আপনারা সোচ্চার থাকবেন— এই প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, না, না, আমি উদাহরণ দিয়ে বললাম। দুটো উদাহরণ দিয়ে বোঝালাম আপনাকে যে আমাদের স্ট্যান্ডটা কী হবে।

আমরা আমাদের পানির হিস্যা চাই— অর্থাৎ আমাদের দেশের হিস্যা, দেশের মানুষের হিস্যা আমি চাই, হিসাব আমি চাই, আমার যেটা ন্যায্য সেটা আমি চাই। অবশ্যই ফেলানি হত্যার মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি যে আমার দেশের মানুষের ওপর আঘাত এলে, অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নেব না।  

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা দিল্লিতে গিয়েছেন এবং সেখানে আছেন, ভারতের সঙ্গে সম্পর্কের একটি শিথিলতা দেখা গেছে গত এক বছর ধরে, সেটি যাওয়া-আসার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে। বিএনপি ক্ষমতায় এলে সেটা পরিবর্তনের উদ্যোগ নেবেন কি না — এই প্রশ্নে তারেক রহমান বলেন, এখন তারা (ভারত) যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই।

এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সঙ্গে সম্পর্ক শীতল থাকবে। তো আমাকে আমার দেশের মানুষের সঙ্গে থাকতে হবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com