ফিফার কমিটিতে বাফুফে সভাপতি তাবিথ
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() কয়েক মাসে আগে যুক্তরাষ্ট্রের মায়ামিতে ফিফা সভাপতি ইনফান্তিনোর সাথে বাফুফে সভাপতি বুধবার (৮ অক্টোবর) সকালে নেপাল ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফিফার কমিটিতে তাদের কর্মকর্তাদের নিয়োগের খবর পোস্ট করে। নেপাল ফেডারেশনের সভাপতি সামাজিক দায়িত্ব সম্পর্কিত কমিটি এবং নারী সদস্য মালেকু ফিফা ইয়ুথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য হয়েছেন। নেপালের এই খবর প্রকাশের ঘণ্টা খানেক পর বাফুফে গণমাধ্যমে তাদের দুই কর্মকর্তার বিষয়টি অবগত করে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের ফিফার কোনো কমিটিতে অন্তর্ভুক্তি এবারই প্রথম। মাহফুজা আক্তার কিরণ অবশ্য ফিফার নির্বাহী কমিটির সদস্যই ছিলেন। ফলে ফিফার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতেও কাজ করেছেন বিগত সময়ে। ফিফা-এএফসি বিভিন্ন কমিটি গঠনের জন্য ফেডারেশনের কাছে প্রতিনিধির নাম চায়। ফেডারেশনের প্রেরিত মনোনয়ন থেকেই গঠিত হয় নানা কমিটি। কাজী সালাউদ্দিনের আমলে বোর্ড সভায় আলোচনা না করেই ফিফা, এএফসির জন্য নাম প্রেরণ হয়েছে অহরহ। তবে এই দুই কমিটির মনোনয়ন সরাসরি ফিফাই করেছে বলে জানাল বাফুফে। এএফসির মিডিয়া কমিটিতে এখনও রয়েছেন বাফুফের সাবেক সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। কম্পিটিশন কমিটির সদস্য হিসেবে আছেন কাজী সালাউদ্দিন। এএফসির এই দুই স্ট্যান্ডিং কমিটির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। দুই জনই বাফুফের সঙ্গে এখন সম্পৃক্ত নন। ফলে এএফসির এই দুই কমিটিতে বাফুফের কার্যকর প্রতিনিধিত্ব নেই। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |