পুলিশ সুপার নাটোর
শিক্ষার্থীদেরকে সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে সচেতন হওয়ার আহ্বান
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৮:০০ পিএম

 
শিক্ষার্থীদেরকে সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে সচেতন হওয়ার আহ্বান

শিক্ষার্থীদেরকে সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে সচেতন হওয়ার আহ্বান

নাটোরের নবাব সিরাজউদ্দৌলা কলেজে অনুষ্ঠিত বিএনসিসির মহাস্থানগড় ইউনিটের ক্যাম্পিং এ "রোড সেফটি এবং ছাত্র-ছাত্রীদের করণীয়" শীর্ষক আলোচনায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) যোগদান করেন পুলিশ সুপার, নাটোর মোহাম্মদ তারিকুল ইসলাম। কর্মশালায় পুলিশ সুপার নাটোর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। 

কর্মশালায় উপস্থাপনা করা হয় যে প্রতিবছর বাংলাদেশে প্রায় দশ সহস্রাধিক লোক সড়ক দুর্ঘটনায় মারা যায় এবং অর্ধ লক্ষ লোক আহত হয়। এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে  ছাত্রছাত্রীরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজন সচেতনতা এবং আইনের যথাযথ প্রয়োগ। 

আলোচনায় পুলিশ সুপার বলেন, সমস্ত সড়ক দুর্ঘটনার বৃহৎ অংশ সংঘটিত হয় মোটরসাইকেল এবং থ্রি হুইলারের মাধ্যমে। সড়ক দুর্ঘটনায়  টোটাল মৃত্যুর শতকরা ৩৫ ভাগ মারা যায় মোটরসাইকেল দুর্ঘটনায়। তাই তিনি জীবন বাঁচাতে  লাইসেন্স এবং হেলমেট ব্যতীত মোটরসাইকেল না চালানোর জন্য শিক্ষার্থীদেরকে পরামর্শ দেন। বিষয়টি শিক্ষার্থীদের পিতা মাতা এবং বড়দেরকে বলার জন্য অনুরোধ করেন। 

একই সাথে তিনি শিক্ষার্থীদের সাথে সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে তাদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থী সহ বিএনসিসির সংশ্লিষ্ট বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নবাব সিরাজউদ্দৌলা কলেজের কিছু শিক্ষক এবং অফিসার ইনচার্জ নাটোর সদর থানা, টিআই নাটোর  ট্রাফিক উপস্থিত ছিলেন। অত্যন্ত চমৎকার, সাবলীল এবং তথ্যবহুল এই উপস্থাপনায় বিএনসিসির শিক্ষার্থীগণ  সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com