রাজধানীর মিরপুরে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() রাজধানীর মিরপুরে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জানা যায়, রাসায়নিক গুদামে থাকা ক্ষতিকর গ্যাসের জন্য এতো প্রাণহানির ঘটনা ঘটে। ছাদ বন্ধ থাকায় সেখান থেকে বের হতে পারেননি কর্মীরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মৃতের সংখ্যা ১৬ জনের কথা জানানো হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, গার্মেন্টস অংশ থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। কেমিক্যাল গোডাউন অংশে এখনো তল্লাশি চালানো সম্ভব হয়নি। সেখানেও মৃতদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এসব মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট করা লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনটিতে বিপুল পরিমাণ দাহ্য কেমিক্যাল মজুত ছিল, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার মূল কারণ হতে পারে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। এর আগে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরের ওই গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খরব পায় ফায়ার সার্ভিস। বেলা ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে একে একে বাড়ানো হয় ইউনিটের সংখ্যা। সবশেষ ১২টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। আগুন এখনো পুরোপুরি নেভেনি। বিকেলে ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসীম সাংবাদিকদের ৯ জনের মরদেহ উদ্ধারের খবর জানিয়েছিলেন। তবে তল্লাশিকাজ শেষ হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছিলেন তিনি। এছাড়া এ ঘটনায় একাধিক ব্যক্তি দগ্ধ রয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |