বাংলাদেশকে হোয়াইটওয়াশের পর ওয়ানডের শীর্ষ বোলার এখন রশিদ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() বাংলাদেশকে হোয়াইটওয়াশের পর ওয়ানডের শীর্ষ বোলার এখন রশিদ রশিদ এর আগেও ২০২৪ সালের নভেম্বরে ওয়ানডে বোলারদের তালিকায় শীর্ষে ছিলেন। এবারের সিরিজে তিনি ১১ উইকেট নিয়েছেন, গড় ৬.০৯ এবং ইকোনমি রেট ২.৭৩। যে কারণে তিনি ষষ্ঠ স্থান থেকে এক লাফে শীর্ষে উঠেছেন। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৭১০। যা দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের চেয়ে ৩০ পয়েন্ট বেশি। ব্যাটিং র্যাঙ্কিংয়েও আফগানিস্তান ইতিহাস লিখেছে। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে ২১৩ রান* করে সিরিজসেরা হওয়া ইব্রাহিম জাদরান এগিয়েছেন আট ধাপ। এখন তিনি দ্বিতীয় স্থানে—যা কোনো আফগান ব্যাটারের সর্বোচ্চ র্যাঙ্কিং। তার রেটিং পয়েন্ট শীর্ষে থাকা শুভমান গিলের চেয়ে ২০ কম এবং তৃতীয় স্থানে থাকা রোহিত শর্মার চেয়ে ৮ পয়েন্ট বেশি। অলরাউন্ডারদের তালিকায়ও আফগানিস্তানের সাফল্য। জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে পেছনে ফেলে আজমতউল্লাহ ওমরজাই এক নম্বর স্থান ফিরে পেয়েছেন।বাংলাদেশের বিপক্ষে তিনি তিন ম্যাচে ৭ উইকেট ও ৬০ রান করেছেন তিনি। সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্তও এই তালিকায় শীর্ষে ছিলেন ওমরজাই। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |