আলমারিতে রাখা শীতের পোশাক থেকে দুর্গন্ধ দূর করার উপায়
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() আলমারিতে রাখা শীতের পোশাক থেকে দুর্গন্ধ দূর করার উপায় কিছু ঘরোয়া উপায়ে শীতের পোশাক থেকে বাজে গন্ধ দূর করা যায়। চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নিই- বেকিং সোডা ছোট একটি পাত্রে বেশ খানিকটা বেকিং সোডা নিয়ে আলমারির এক কোণে রেখে দিতে পারেন। চাইলে আলমারি থেকে বের করার পর শীতপোশাকের ভাঁজে ভাঁজেও ছড়িয়ে দিতে পারেন। এভাবেই এক রাত রেখে দিন। এরপর ব্রাশ দিয়ে ঝেড়ে নিলেই দুর্গন্ধ দূর হয়ে যাবে। ভিনেগার একটি স্প্রে বোতলে সাদা ভিনেগার ও পানি, সম-পরিমাণে মিশিয়ে ভরে ফেলুন। জ্যাকেট, সোয়েটার কিংবা কার্ডিগানে এই মিশ্রণ স্প্রে করুন। এরপর রোদে বা হাওয়ায় শুকিয়ে নিন। ব্যাস, ঘরোয়া উপায়েই ড্রাই ক্লিন হয়ে যাবে। এসেনশিয়াল অয়েল শীতের পোশাক থেকে দুর্গন্ধ দূর করতে কাজে লাগাতে পারেন এসেনশিয়াল অয়েল। এক্ষেত্রে ল্যাভেন্ডার, টি ট্রি, ইউক্যালিপ্টাস, টি ট্রি, সিট্রানিলা-র মতো অয়েল বেছে নিতে পারেন। এক কাপ পানিতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে স্প্রে করে নিন পোশাকে। এরপর কয়েক ঘণ্টা খোলা হাওয়ায় ওইভাবেই পোশাকগুলো রেখে দিন। শুকিয়ে গেলেই দুর্গন্ধ চলে যাবে। অ্যাক্টিভেটেড চারকোল আলমারির এক কোণে, একটি পাত্রে অ্যাক্টিভেটেড চারকোল রেখে দিতে পারেন। জামাকাপড়ের স্যাঁতসেতে গন্ধ দূর করতে এই উপাদানটিও দারুণ কাজ করে। ন্যাপথলিনের বদলেও অ্যাক্টিভেটেড চারকোল ব্যবহার করতে পারেন। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |