যে ভিটামিনের অভাবে হাত-পায়ের তালু ঝিনঝিন করে
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৪:১০ পিএম

যে ভিটামিনের অভাবে হাত-পায়ের তালু ঝিনঝিন করে

যে ভিটামিনের অভাবে হাত-পায়ের তালু ঝিনঝিন করে

অনেকেরই দেখা যায় মাঝে মধ্যে হাতের তালু কিংবা পায়ের পাতায় এক ধরনের ঝিনঝিন অনুভব হয়। মনে হয় যেন পিঁপড়া হেঁটে যাচ্ছে কিংবা তালু চুলকাচ্ছে। অনেকের ধারণা, এটি কিছু না, রক্ত চলাচলের সমস্যা হবে বৈকি। একটু নড়াচড়া করলেই ঠিক হয়ে যায়। আসলে তা ঠিক নয়। এটি আপনার চিন্তাভাবনার বাইরে। এটি শুধুই রক্ত চলাচলের কারণে নয়; শরীরে গুরুত্বপূর্ণ কিছু ভিটামিনের ঘাটতির কারণে এমনটি হতে পারে?

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এমন উপসর্গ যদি বারবার দেখা দেয় কিংবা দীর্ঘস্থায়ী হয়। তবে তা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কারণ সময়মতো ব্যবস্থা না নিলে এ সমস্যা ভবিষ্যতে স্নায়ুর ক্ষতিসহ বড় বিপদের কারণ হতে পারে।

চলুন জেনে নেওয়া যাক, কোন কোন ভিটামিনের অভাবে আপনার হাতের তালু কিংবা পায়ের পাতায় ঝিনঝিন করে—

ভিটামিন 'ই'

স্নায়ুর সুরক্ষায় দরকারি ভিটামিন 'ই'। এর অভাবে স্নায়ু দুর্বল হয়ে পড়ে। এতে তালু, পায়ের পাতায় ঝিঁঝি ধরা বা অস্বস্তি দেখা দেয়। নিয়মিত এ সমস্যা দেখা দিলে আপনার খাবারে ভিটামিন 'ই' যথেষ্ট আছে কিনা খেয়াল রাখুন। আর ভিটামিন 'ই'-এর উৎস হচ্ছে— বাদাম, সূর্যমুখীর বীজ, পালংশাক, অ্যাভোকাডো।

ভিটামিন বি কমপ্লেক্স 

স্নায়ুর বন্ধু ভিটামিন বি কমপ্লেক্স। বিশেষ করে বি১ (থায়ামিন), বি৬ (পাইরিডক্সিন) ও বি৯ (ফোলেট)-এর অভাব হলে স্নায়ু দুর্বল হয়ে পড়ে। সে কারণে ঝিনঝিন, শিরশিরে ভাব কিংবা অবশ লাগা দেখা দিতে পারে হাত ও পা। আর ভিটামিন বি-এর উৎস হচ্ছে— দুধ, ডিম, মাছ, সবুজ শাকসবজি, ডাল ও বাদাম।

ভিটামিন বি১২

ভিটামিন বি১২-এর ঘাটতি হলে শুরু হয় ‘পিঁপড়া হাঁটার’ অনুভূতি। ভিটামিন বি১২-এর অভাবে তালু-পায়ে পিঁপড়া হাঁটার মতো অনুভূতি হয়। সেই সঙ্গে হাত-পা অবশের মতো লাগে। বেশি সমস্যা দেখা দিলে স্নায়ু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর ভিটামিন বি১২-এর উৎস  হচ্ছে— দুধ, ডিম, মাংস, লিভার, মাছ।  

ভিটামিন 'ডি'

ভিটামিন 'ডি' শুধু হাড় শক্ত নয়, স্নায়ুরও কাজ করে। আর ভিটামিন 'ডি'-এর অভাবে তালুতে চুলকানি, অস্বস্তি, ঝিনঝিনি অনুভূতি দেখা দেয়। এ ভিটামিন স্নায়ুর সঠিক কাজের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিন 'ডি'-এর উৎস হচ্ছে— সকালবেলার রোদ; ১৫-২০ মিনিট রোদে থাকুন সপ্তাহে ৩-৪ দিন। ডিমের কুসুম ও চর্বিযুক্ত মাছ।

এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু স্নায়ুর কারণে হাতের তালু ও পায়ের তলা ঝিনঝিন, সেহেতু আরও কয়েকটি কারণে হতে পারে। আর হাত বা পায়ের পাতায় ঝিনঝিনি ভাব বা তালুর চুলকানি—এই ছোট ছোট লক্ষণগুলো অবহেলা করলে বড় সমস্যায় রূপ নিতে পারে। শরীর আপনার সঙ্গে কথা বলছে এই উপসর্গগুলোর মাধ্যমে—তাই জেনে নিন আর যেসব কারণে হতে পারে আপনার হাত কিংবা পায়ের পাতায় ঝিনঝিনি।

এই যেমন ডায়াবেটিসের কারণে এ সমস্যা হতে পারে। কারণ রক্তে শর্করার ভারসাম্য বিঘ্নিত হলে স্নায়ুতে সমস্যা হয়। অটোইমিউন ডিজঅর্ডারের কারণেও হতে পারে। কারণ শরীরের ইমিউন সিস্টেম নিজের স্নায়ুর ক্ষতি করতে পারে। আবার দেখা গেছে, অনিয়মিত খাবার ও ঘুম স্নায়ুর স্বাভাবিক কার্যক্ষমতা ব্যাহত করতে পারে।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com