কিছু দল নির্বাচন পেছানোর অপচেষ্টা করছে: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক:
|
![]() কিছু দল নির্বাচন পেছানোর অপচেষ্টা করছে: মির্জা ফখরুল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলের ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন ফখরুল। দেশের ভালোর জন্য দ্রুত নির্বাচন দরকার মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন যেন পিছিয়ে যায় তার অপচেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। দেশের ভালোর জন্য অতিদ্রুত নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার দরকার।’ মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিস্টের পাল্লায় দেশে এখন আর অর্থনীতি বলতে কিছু নেই। দেশের অর্থনীতি, শিক্ষাসহ সবকিছুর ভবিষ্যৎ নির্ভর করবে নির্বাচিত সরকারের ওপর।’ যারা বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, অনেকে বলছে বিএনপি সংস্কার চায় না, তারা মিথ্যা প্রচার করছে। দেশের যা কিছু ভালো তা বিএনপি ও জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে। জিয়াউর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক শত্রুদের সঙ্গে নিয়ে নেলসন ম্যান্ডেলার মতো বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।’ ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |