পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না : জিএম কাদের
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না : জিএম কাদের জিএম কাদের বলেন, ‘‘অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয় — তাদের নিজস্ব একটি দল আছে, যারা সর্বোচ্চ সুবিধা ভোগ করছে; তাদের পরামর্শেই সরকার চলছে। একটি পাতানো নির্বাচনের চেষ্টা করা হচ্ছে, আমরা তাতে পড়তে দেবো না। যতই দেরি হবে ততই ক্ষতি বাড়বে। দেশকে ধ্বংস করার চেষ্টা চলছে। শেখ হাসিনার মতো লোক টিকে থাকতে পারেননি, আপনারাও টিকে থাকতে পারবেন না।’’ তিনি আরও বলেন, ‘‘যে ভোটের জন্য শেখ হাসিনাকে ফ্যাসিবাদ বলা হচ্ছে, সেরকম ভোটের প্রস্তুতি চলছে, এবং তার চেয়েও বেশি করণীয় হচ্ছে। নির্বাহী আদেশে কোনো দলকে এভাবে বাদ দেয়া ঠিক নয়; যারা অপরাধ করেছে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে।’’ জাতীয় পার্টি চেয়ারম্যান অভিযোগ করেন যে দেশের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে ‘‘গৃহযুদ্ধ বাঁধানোর মতো পরিবেশ তৈরি করা হচ্ছে’’ এবং বলেন, ‘‘দেশের আইন-শৃঙ্খলা কখনো এত খারাপ ছিল না। প্রতিমাসে মানুষ খুন হচ্ছে — কখনও এত বেশি হয়নি। মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, অর্থনৈতিক কার্যক্রম স্থবির, বিনিয়োগ আসে না, দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। টিসিবির ট্রাকের পেছনে দীর্ঘ লাইনের ছবি এটি প্রমাণ করছে।’’ এরশাদকে স্মরণ করে জিএম কাদের বলেন, ‘‘এরশাদ ছিলেন দূরদর্শী নেতা; উপনিবেশিক শাসন ব্যবস্থা ভেঙে উপজেলা শাসনব্যবস্থা প্রবর্তন করেছিলেন। সে সময় উপজেলা পরিচালনা পুরোপুরি মানুষের প্রতিনিধি ও প্রশাসনের অধীনে ছিল। কায়েমি স্বার্থের জেরে সেই উপজেলা পরিষদ বাতিল করা হয়; এখন যা আছে তা কেবল নামে রয়েছে। আমরা ক্ষমতায় এলে পূর্ণাঙ্গ উপজেলা বাস্তবায়ন করব।’’ সভায় প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক মীর আব্দুস সবুর আসুদ, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন। ডেল্টা টাইমস/সিআর |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |