সৌদি সরকারের নির্ধারিত অর্থ পরিশোধ পদ্ধতি মানছে না হজ এজেন্সিগুলো
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() সৌদি সরকারের নির্ধারিত অর্থ পরিশোধ পদ্ধতি মানছে না হজ এজেন্সিগুলো এ পরিপ্রেক্ষিতে সৌদি দূতাবাস সম্প্রতি বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে সতর্ক করে চিঠি পাঠিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ধর্ম মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। ধর্ম মন্ত্রণালয় ইতোমধ্যে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)- এর সভাপতি, মহাসচিব ও সংশ্লিষ্ট এজেন্সি মালিকদের উদ্দেশে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়, কিছু হজ এজেন্সি সৌদি আরবে তাদের হজযাত্রীদের পরিষেবা দিতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য দরপত্র আহ্বান করছে এবং পরিষেবা প্রদানকারীদের কাছ থেকে চেকের মাধ্যমে জামানতের অর্থ গ্রহণ করে হজ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত গ্যারান্টি হিসাবে রাখবে বলে শর্ত দিচ্ছে। এই ধরনের পদ্ধতি সৌদি পেমেন্ট সিস্টেমের গুরুতর লঙ্ঘন এবং সৌদি পেমেন্ট সিস্টেমের বাইরে এ ধরনের অর্থ গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানানো হয়েছে। একই সঙ্গে সৌদি পেমেন্ট সিস্টেম যথাযথভাবে মেনে চলা এবং এর লঙ্ঘন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। এ অবস্থায়, হজ ব্যবস্থাপনায় সৌদি আরবের নিয়ম ও নির্দেশনা কঠোরভাবে মেনে চলা এবং অর্থ লেনদেনে কোনো ধরনের ব্যত্যয় না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |