অবশেষে বাংলাদেশ দলে ডাক পেলেন কিউবা মিচেল
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ২:৫২ পিএম

অবশেষে বাংলাদেশ দলে ডাক পেলেন কিউবা মিচেল

অবশেষে বাংলাদেশ দলে ডাক পেলেন কিউবা মিচেল

অবশেষে কিউবা মিচেলের অপেক্ষা শেষ হলো। বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।

গত ৩০ অক্টোবর থেকে নভেম্বর উইন্ডোর অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে বাংলাদেশের। গত ৫ নভেম্বর ঘোষণা করা হয় ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড। তবে সেই স্কোয়াডে ডাক মেলেনি কিউবার। অবশেষে দলে ইনজুরি খুলে দিল কিউবার স্বপ্নের দুয়ার।

চোটগ্রস্ত ফরোয়ার্ড ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়াকে দলে ডেকেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। তবে তাদের চোটের অবস্থার উন্নতি হয়নি। সে কারণে কিউবার সঙ্গে ফর্টিসের মোরশেদ আলীকেও দলে ডাকা হয়েছে।

কিউবা তার ফুটবল ক্যারিয়ারের শুরুটা করেছেন ইংল্যান্ডের সান্ডারল্যান্ড ক্লাবে। চলতি বছরের মাঝামাঝি থেকে বাংলাদেশের জার্সিতে তাকে খেলানোর আলাপ শুরু হয়। তবে পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ না হওয়াতে তাকে পাওয়া যায়নি। 

এরপর বসুন্ধরা কিংসে যোগ দেন তিনি। তবে এরপরও তিনি ডাক পাননি ক্লাবে বেশি সময় না খেলার কারণে। তবে এবার ইব্রাহিমের চোট খুলে দিল কিউবার সুযোগের দুয়ার।

তবে জাতীয় দলের জার্সি গায়ে তুলতে আরও কাঠখড় পোড়াতে হবে তাকে। প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়ার সম্ভাবনাও যে উড়িয়ে দেওয়া যায় না। 


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com