জলবায়ু ন্যায়বিচারের দাবি জোরালোভাবে তুলে ধরতে হবে: নাগরিক সমাজ
সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৫:০০ পিএম

জলবায়ু ন্যায়বিচারের দাবি জোরালোভাবে তুলে ধরতে হবে: নাগরিক সমাজ

জলবায়ু ন্যায়বিচারের দাবি জোরালোভাবে তুলে ধরতে হবে: নাগরিক সমাজ

উপকূলের তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা, যাতে তারা জলবায়ু ন্যায়বিচারের দাবি জোরালোভাবে তুলে ধরতে পারে। তাদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে অনিশ্চয়তায় রয়েছে তরুণ প্রজন্ম। দুর্যোগপ্রবণ উপকূলের তরুণদের ঝুঁকি সর্বোচ্চ। চাকরি, শিক্ষা, নিরাপদ পানি—সবকিছুর সংকটের মধ্যেই তারা বেড়ে উঠছে। তাই ঝুঁকি মোকাবেলায় তাদের সক্রিয় ভূমিকা নেওয়া অত্যন্ত জরুরি।

এই আহ্বান জানানো হয় শনিবার (১৫ নভেম্বর) সাতক্ষীরার শ্যামনগরে গ্লোবাল অ্যাকশন ডে উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে।

উপকূলের বাস্তবতা তুলে ধরে উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের অভিঘাত উপকূলের মানুষের জীবন ও জীবিকায়, কৃষি, পানিসংস্থান ও স্বাস্থ্য—সবক্ষেত্রেই বিরূপ প্রভাব ফেলছে। প্রতি বছর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ঘরবাড়ি ধ্বংস হচ্ছে, নদীভাঙনে মানুষ নিঃস্ব হচ্ছে, নিরাপদ পানির অভাব চরমে পৌঁছাচ্ছে। কপ-৩০ সম্মেলনে বিশ্ব নেতাদের প্রতি আমাদের প্রত্যাশা, তারা উপকূলীয় মানুষের টিকে থাকার লড়াইকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেবেন।”

জলবায়ু অধিপরামর্শ ফোরামের সম্পাদক রণজিৎ কুমার বর্মন বলেন, “উপকূলে লবণাক্ততার কারণে ফসল উৎপাদন কমছে, কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, মিষ্টি পানির উৎস নিঃশেষ হয়ে যাচ্ছে। বাস্তুচ্যুত অনেক পরিবার এখনও পুনর্বাসনের অপেক্ষায়। এখনই যদি জলবায়ু অভিযোজন কর্মসূচিতে বিনিয়োগ না বাড়ানো হয়, উপকূলের মানুষ ভবিষ্যতে বড় সংকটে পড়বে। আন্তর্জাতিক জলবায়ু তহবিলে উপকূলের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশকে আরও সক্রিয় পদক্ষেপ নিতে হবে।”

জলবায়ু-প্রভাবিত নারী হিরন্ময়ী রানী বলেন, “ঘূর্ণিঝড় আম্পানে আমাদের ঘর ভেসে যায়। এরপর লবণাক্ত পানির কারণে জমিতে আর ফসল হয় না। পানযোগ্য পানি পেতে kilometres হাঁটতে হয়। আমাদের কষ্ট যেন বিশ্বমঞ্চে পৌঁছায়—এই আশায় আজ আমরা এখানে এসেছি।”

কর্মসূচিতে সুশীল সমাজ, নারী ও যুব সম্প্রদায়, কৃষক, জেলে, সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com