|
সালাহউদ্দিন
দেশে ন্যায়বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() দেশে ন্যায়বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে সোমবার (১৭ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল দুই ঘণ্টা ১০ মিনিটের রায় পড়া শেষে দুপুর ২টা ৫০ মিনিটে চূড়ান্ত এ রায় ঘোষণা করেন। এই রায়ের পরই প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি বহুদূর পিছিয়ে গেছে, আর পিছিয়ে যেতে চায় না জনগণ। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, এ দেশের উন্নয়ন অগ্রগতি বহুদূর পিছিয়ে গিয়েছে। আমরা আর পেছাতে চাই না। দেশে ন্যায়বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে। এর মধ্যেই আগামী দিনে শক্তিশালী রাষ্ট্র নির্মাণের ভিত্তি তৈরি হবে। আমরা সেই বাংলাদেশ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। সংস্কারের মধ্য দিয়ে ভারসাম্যমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এই দেশের প্রতিটি মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা অবিরত সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |