|
মঞ্চ কাঁপাতে আবার ঢাকায় আসছেন আতিফ আসলাম!
ডেল্টা টাইস্কমস্ ডেস্ক:
|
![]() মঞ্চ কাঁপাতে আবার ঢাকায় আসছেন আতিফ আসলাম! মেইন স্টেজের ফেসবুক পেজে জানানো হয়েছে, কনসার্টের দিন দুপুর ১টা থেকে দর্শকদের জন্য গেট খুলে দেয়া হবে। আনুষ্ঠানিক পরিবেশনা শুরু হবে বিকেল ৫টায়, চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। আয়োজকরা জানিয়েছেন, শিগগিরই শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি, যা অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাবে। ভক্তদের সুবিধার কথা বিবেচনা করে টিকিটের বিভিন্ন ক্যাটাগরিও রাখা হবে। আতিফ আসলাম বরাবরই বাংলাদেশি শ্রোতাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তার অগণিত ভক্ত রয়েছে। আতিফ আসলাম গত বছরের ২৯ নভেম্বর ঢাকায় এসেছিলেন। তার জনপ্রিয় সব গান দিয়ে ভক্তদেড় মাতিয়ে রেখেছিলেন এই গায়ক। আতিফ ভক্তদের অনেকেই ফেসবুকে প্রিয় গায়কের বাংলাদেশে আসা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |