|
গাজীপুরে কয়েল কারখানার আগুন নিয়ন্ত্রণে
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() সংগৃহীত ছবি। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে বাঘের বাজার এলাকায় লাগা এই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নেভাতে কাজ করে দমকল বাহিনীর ৯টি ইউনিট। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা জানাতে পারেননি তিনি। ফায়ার সার্ভিস এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে বাঘের বাজার সিঁড়ির চালা এলাকায় এরোসল তৈরির একটি কারখানায় আগুন লাগে। কারখানার ভেতর কেমিক্যাল জাতীয়দ্রব্য থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ডেল্টা টাইমস্/আইইউ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |