১১১ক্রীড়া প্রতিবেদক২২২
দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ ২০১৮-১৯ মৌসুমের খেলা আজ থেকে মাঠে গড়াচ্ছে। প্রতিযোগিতার প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে। উদ্বোধনী দিনে মাঠে গড়াবে একটি ম্যাচ। মুখোমুখি হবে টঙ্গী ক্রীড়া চক্র এবং গৌরীপুর স্পোর্টিং ক্লাব। খেলা শুরু হওয়ার আগে বিকাল সাড়ে ৩টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। শনিবার বাফুফের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য।
টঙ্গী এবং গৌরীপুর বাদে প্রতিযোগিতায় অংশ নেওয়া বাকি ১১ দল হলÑ পূর্বাচল পরিষদ, আজমপুর ফুটবল ক্লাব, লিটিল ফ্রেন্ডস ক্লাব, সিটি ক্লাব, সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদ মুগদা, ইস্ট অ্যান্ড ক্লাব, বিজি প্রেস এসঅ্যান্ডআরসি, শান্তিনগর ক্লাব, দিলকুশা স্পোর্টিং ক্লাব, বিকেএসপি এবং খিলগাঁও ফুটবল একাডেমি।