ফের ৮ গোল বায়ার্নের
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
মাত্র এক মাস চার দিন পর আবারও ৮ গোল দিলো জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। নতুন মৌসুমের প্রথম ম্যাচেই তারা শালকে ০৪'র জালে গুনে গুনে দিয়েছে ৮টি গোল, বিপরীতে হজম করেনি একটিও। ![]() ফের ৮ গোল বায়ার্নের গত মৌসুমের উয়েফা চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে ৮-২ গোলে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল বায়ার্ন। ম্যাচের চতুর্থ মিনিট থেকে শুরু, ৮ গোলের উৎসবের শেষটি হয়েছে ৮১ মিনিটে গিয়ে। বলা বাহুল্য, বুন্দেসলিগার ইতিহাসে কোনো আসরের উদ্বোধনী ম্যাচ তো বটেই, প্রথম সপ্তাহেই এত বড় ব্যবধানে জয়ের রেকর্ড নেই আর কোনো। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলে টানা ৩১ ম্যাচ অপরাজিত রইলো তারা, জিতেছে ৩০টি, ড্র হয়েছে ১টি। শুধু জয়ের হিসেবে এটি তাদের টানা ২২তম জয়। উল্লেখ্য, শালকেকে গোলের মালা উপহার দেয়া ম্যাচে হ্যাটট্রিক করেছেন সার্জি জিনাব্রি। এছাড়া একবার করে প্রতিপক্ষের জাল ছুঁইয়ে দিয়েছেন লিওন গোরেৎজকা, রবার্ট লেওয়ানডোস্কি, থমাস মুলার, লেরয় সানে এবং জামাল মুসাইয়ালা। ডেল্টা টাইমস্/এম আর/সি আর/এস এ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |