করোনায় হার মানতে নারাজ অ্যান্ডারসন
ডেল্টা টাইমস্ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ১২:১১ পিএম

করোনায় হার মানতে নারাজ অ্যান্ডারসন

করোনায় হার মানতে নারাজ অ্যান্ডারসন

আরো একবার ইংল্যান্ডের জার্সিতে মাঠে নামতে পারবেন কি জেমস অ্যান্ডারসন? হৃদয়জুড়ে আশা ও শঙ্কার দোলাচাল। কিন্তু ইংলিশ পেসারের বিশ্বাস, তিনি পারবেন মাঠে নামতে। রাঙাতে পারবেন ২২ গজ। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে থমকে আছে জনজীবন। বিশ্বজুড়ে খেলাধুলা স্থগিত। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড মে পর্যন্ত সবধরনের ক্রিকেট বাতিল করেছে। এরপরে কবে শুরু হবে খেলা সেটাও নিশ্চিত নয়।

এদিকে জেমস অ্যান্ডারসনের বয়স বাড়ছে। অবসরের পথেও এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। তাইতো ৩৭ বছর বয়সি পেসারকে নিয়ে শঙ্কা, তাকে কি আবার দেখা যাবে জাতীয় দলে? করোনায় হার মানতে নারাজ ইংলিশ পেসার। তাঁর বিশ্বাস করোনাভাইরাস ক্যারিয়ার সংক্ষিপ্ত করবে না।

বৃহস্পতিবার এক সম্মেলনে বলেছেন, ‘আমি আবার খেলতে পারবো কিনা এমন ভাবনা এখনও আসেনি। ভাবনায় আছে আমরা আবার খেলতে নেমেছি, কোনো না কোনো পর্যায়ে খেলছি। আমি এখনও মাঠে ফিরতে মুখিয়ে আছি। ইংল্যান্ডের হয়ে খেলতে আমি ক্ষুধার্ত। আমি দীর্ঘদিন ইংল্যান্ডের হয়ে খেলছি। এটা আমার কাজ। আশা করছি নিজের কাজটা আবার করতে পারবো। মাঠের প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করতে চাই।’

টেস্টে পেসারদের হয়ে সবথেকে বেশি উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন নিজের ১৫১তম টেস্ট। তবে ইনজুরির কারণে সফর লম্বা করতে পারেননি। বর্তমানে নিজেকে ফিট রাখতে অনলাইনে কাজ করছেন সতীর্থদের নিয়ে। স্টুয়ার্ট ব্রড, মার্ক উড ও অ্যান্ডারসন রোজ একসঙ্গে জিম করছেন। সেগুলোর ভিডিও দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

লাল বলের ক্রিকেটে তাকে স্পেশালিস্ট বলা হয়। দীর্ঘদিন ধরেই খেলছেন না সাদা বলের ক্রিকেট। তবে ইংল্যান্ডে শুরুর অপেক্ষায় থাকা হানড্রেড বল টুর্নামেন্টে খেলার ইচ্ছা তাঁর।  ‘আমি ক্রিকেট খেলতে চাই। এটা আমার জীবনের অংশ। হানড্রেড বল ক্রিকেট কিংবা টি-টোয়েন্টি ব্লাস্ট, যেটাই সামনে আসুক আমি এর অংশ হতে চাই। যদি এ মৌসুমে লাল বলের ক্রিকেট না হয় তাহলে আমাকে দীর্ঘ সময় বাইরে থাকতে হবে। যেটা খুব কঠিন। ’



ডেল্টা টাইমস্/এস আই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com