নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ভোটার উপস্থিতির হার কত হলো এটা নিয়ে কমিশনের মাথা ব্যথা নেই। কারণ, শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে কিনা সেটিই গুরুত্বপূর্ণ। উপজেলা পরিষদে মোটামুটি ভালো ভোট হয়েছে উল্লেখ করে ইসি সচিব বলেন, নির্বাচন কমিশন রোববারের ভোটে মোটামুটি সন্তোষ প্রকাশ করেছে। রোববার তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের পর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব এসব কথা বলেন।
কম ভোট পড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে সচিব আরও বলেন, ‘একটি জোট নির্বাচনে অংশ নেয়নি। তাদের সমর্থক তো রয়েছে। তারা তো ভোটকেন্দ্রে আসেনি। আবার তাদের পক্ষ থেকে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য প্রচারণাও রয়েছে। এসব আপনাদের খেয়াল রাখতে হবে।’ কম ভোটারের উপস্থিতিতে ভোট গ্রহণযোগ্যতা পেল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কত শতাংশ ভোট পড়তে হবে; কত শতাংশ হলে এটি গ্রহণযোগ্যতা পাবে এ বিষয়ে আমাদের দেশে কোনো আইন নেই।’ সচিব জানান, প্রথম দফায় ৪৩ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় দফায় ৪১ শতাংশ ভোট পড়েছে। আর তৃতীয় ধাপে ৪০ থেকে ৪৫ শতাংশ ভোট পড়বে বলে আশা করা হচ্ছে। নির্বাচনের চিত্র তুলে ধরে তিনি বলেন, রোববার ১১৭টি উপজেলায় ভোটগ্রহণের কথা ছিল। কিন্তু অনিয়মের কারণে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভোট বন্ধ করা হয়েছে। এ ছাড়া সেখানে দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার ও ওই থানার ওসিকে প্রত্যাহার করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আরও কেউ এর সঙ্গে জড়িত থাকলে তাদেরও বিচারের আওতায় আনা হবে। তিনি জানান, অনিয়মের কারণে এ ধাপে মোট ৯ হাজার ২৯৮টি কেন্দ্রের মধ্যে ১৪টি কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে। সচিব জানান, চট্টগ্রামের চন্দনাইশে দুপক্ষের সংঘর্ষে একজন পুলিশ কনস্টেবল গুলিতে আহত হয়েছেন। তাকে সেখান থেকে উদ্ধার করে হেলিকপ্টারে করে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।