তিশার মতো প্রাণ দিল শান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯, ১২:০০ এএম

বছরদেড়েক আগে পরীক্ষা শেষে মা ও ভাইয়ের সঙ্গে বাড়ি ফিরছিল ১২ বছরের তাসনিম আলম তিশা। মিরপুর ১০-এ গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল সে। সেনপাড়ায় রিকশা থেকে নেমে রাস্তা পার হতে গিয়ে তেঁতুলিয়া পরিবহনের দুই বাসের রেষারেষিতে অকালে জীবন দিতে হয় তাকে। ২০১৭ সালের ১২ ডিসেম্বর দুপুরে বাসের চাকায় পিষে মেয়ের মৃত্যু দেখেন মা রিমা আক্তার।

এভাবে বাসের রেষারেষিতে প্রাণ গেছে অনেকের। তবুও কমেনি প্রতিযোগিতা। শুধু সময় বদলেছে। সোমবার দুপুরে একই সড়কে একইভাবে ঝরলো আরেকটি প্রাণ। ঘাতক বাসটি সেই তেঁতুলিয়া পরিবহন। শেওড়াপাড়া বাসস্ট্যান্ডের পাশেই মোটরসাইকেল চালক নূর ইসলাম শান্তকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায় নূর ইসলাম। তিশার মৃত্যুর ঘটনায় বাসচালক জামিনে ছাড়া পায়। এখনও দিব্যি চলছে তেঁতুলিয়া পরিবহনের সব বাস।
শেওড়াপাড়ায় দুর্ঘটনার বিষয়ে তেঁতুলিয়া পরিবহনের মালিক মো. মাসুম জানান, আমরা সবসময় জড়িত বাসচালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে থাকি। এ ঘটনায় বাসচালক জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। কোনো ছাড় দেওয়া হবে না। এদিকে ঘাতক বাসটিকে জব্দ ও বাসচালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com