রংতুলিতে মুক্তিযুদ্ধ
|
স্বাধীনতা দিবসে চ্যানেল আইয়ে এবারও অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধের চিত্রাঙ্কন অনুষ্ঠান ‘আইএফআইসি ব্যাংক রংতুলিতে মুক্তিযুদ্ধ’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আফজাল হোসেন। চিত্রাঙ্কনের পাশাপাশি মূল মঞ্চ থেকে দেশের গান পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার শিল্পীরা। থাকবে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তি। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলবে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের কণ্ঠে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ। অঙ্কিত চিত্র বিক্রির অর্থ থেকে ৫০ ভাগ প্রদান করা হবে খেতাবধারী মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ জাদুঘরে। আজ বেলা ১১টা ৫ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। প্রযোজনা করবেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |