|
ইয়াবাম্যান আমিন হুদার মৃত্যু
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ইয়াবাম্যান আমিন হুদার মৃত্যু আত্মহত্যার ঝুঁকির অজুহাতে আমিন হুদা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) প্রিজন সেলে ভর্তি হয়েছিলেন। সাজা হওয়ার পর গত ছয় বছর ধরে আমিন হুদা কারাগারে ছিলেন। কিন্তু এর মধ্যে প্রায় দুই বছর (৭২০ দিন) কাটিয়েছেন হাসপাতালের কেবিনে। এমনকি একটানা ১৯ মাস হাসপাতালে থাকার নজিরও আছে। বিভিন্ন অজুহাতে কখনো পিঠে ব্যথা, কখনো বুকে ব্যথার কথা বলে ভিআইপি কেবিনের ভর্তি থাকতেন। তিনি প্রায় এক কোটি টাকারও বেশি শুধু কেবিন ভাড়াই দিয়েছেন। ২০০৭ সালের ২৪ অক্টোবর মাদকসহ গ্রেপ্তার হন আমিন হুদা ও তাঁর সহযোগী আহসানুল হক ওরফে হাসান। তাদের দেয়া তথ্য অনুসারে, র্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করে। এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক দুটি মামলা হয়। দুই মামলায় ২০১২ সালের ১৫ জুলাই আদালতের রায়ে আমিন হুদাকে বিভিন্ন ধারায় মোট ৭৯ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ডেল্টা টাইমস্/ এম আর/সিআর/এস এ
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |