ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ
লক্ষ্মীপুর প্রতিনিধি:
|
ভারতে দিল্লিতে মুসলিম নিপীড়ন, গণহত্যা, মসজিদে অগ্নিসংযোগ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুজিব বর্ষের অতিথী হিসেবে রাখার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ এ সময় বক্তারা বলেন, ভারত ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের মুখোশ পরে সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠনের জন্য নতুন নতুন আইন তৈরি করে ভারতেকে মুসলিম শূন্য করার ঘৃণ্য অপচেষ্টা চালাচ্ছে। বিজেপির ছত্রছায়ায় গড়ে উঠা উগ্রবাদী সংগঠন গুলো মুসলিমদের উপর নৃশংস হামলা চালাচ্ছে। দাঙ্গার সময় পুলিশের নিরব ভূমিকা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের প্রমাণ বহন করে। ইতিহাস সাক্ষী দেয় যে মুসলমানদের রক্তখেকো নরেন্দ্র মোদী একজন স্বীকৃত দাঙ্গাবাজ। তাই শান্তি ও সম্প্রীতির এই বাংলাদেশে দাঙ্গাবাজ নরেন্দ্র মোদীর উপস্থিতি দেশ ও জাতির জন্য লজ্জাজনক। তাই তাকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে মোদীকে দাওয়াত না দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা। ডেল্টা টাইমস্/ফিরোজ আলম রাসেল/এম আর/এস এ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |